ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
শিবগঞ্জে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও ধানের শীষ প্রতীকের দুই প্রার্থীসহ চার চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ চার প্রার্থীকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ বাংলানিউজকে জানান, সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুলর্ভপুর ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন এমকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২১ এর ১ অনুযায়ী মাইকিং আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা জরিমানা করেন।

একই ইউপির স্বতন্ত্র (আনারস) চেয়ারম্যান প্রার্থী বজলার রশিদ সনুকে মোটরসাইকেল শোডাউনের অভিযোগে বিধিমালা ১৩ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে নয়ালাভাঙ্গা ইউপির বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হককে একই ওয়ার্ডে একাধিক মাইক ব্যবহারের অভিযোগে বিধিমালা ২১ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা জরিমানা করেন।
ওই ইউপিতে একই বিধিমালা অনুযায়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওই চার চেয়ারম্যান প্রার্থীকে পরবর্তীতে কোনরকম আচরণবিধি লঙ্ঘন না করার জন্য চূড়ান্তভাবে সর্তকও করা  হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন দুলর্ভপুর ইউপির রিটার্নিং অফিসার শাহীনুল হক, নয়ালাভাঙ্গা ইউপির রিটার্নিং অফিসার বরুন কুমার মণ্ডল এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ।

চতুর্থ দফায় আগামী ৭ মে শিবগঞ্জের ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।