ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টঙ্গিবাড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
টঙ্গিবাড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জ: আসন্ন মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে দিঘিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে বিএনপি সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা অলিউল্লা খান ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আরিফ হালদার  দিঘিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এসময় তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা অলিউল্লা খান মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এছাড়া এসময় জনি (৩০), হিমেল (২৮) ও ফরিদসহ (২৮) পাঁচজন আহত হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বাংলানিউজকে জানান, নির্বাচনী প্রচার কাজের সময় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যরাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ৭ মে ৪র্থ দফায় টঙ্গিবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় ১৭০১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমজেডআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।