ঠাকুরগাঁও: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করায় ঠাকুরগাঁও সদর উপজেলার তিন ইউনিয়নে বিএনপির চার এবং আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকালে দুই দলের পাঠানো পৃথক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের বহিষ্কৃতরা হলেন, চিলারং ইউপির আইয়ূব আলী, রায়পুর ইউপির বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ ও রুহিয়া ইউপির আবু সাইদ বাবু।
বিএনপির বহিষ্কৃতরা হলেন, আকচ্ ইউপির ইউনুস আলী ও দ্বীন ইসলাম, রুহিয়া ইউপির আব্দুল মালেক ও আনছারুল হক।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বাংলানিউজকে জানান, দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগে সাময়িকভাবে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এটিআর/এসআর