ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালে খুলনায় কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মে ১২, ২০১৬
হরতালে খুলনায় কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে খুলনায় কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার কোথাও হরতাল আহ্বানকারীদের কোনো ধরনের কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি।

 

এদিকে বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুরু হওয়া হরতালে সকাল থেকে নগরীতে রিকশা, ইজি বাইকসহ অন্য যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যক্তিগত গাড়ি চলাচল। সরেজমিনে দেখা যায়, হরতালে নগরীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোর থেকে রাস্তায় পুলিশ ও ৠাব সদস্যদের টহল চলছে। হরতালের সম্ভাব্য সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, হরতালে নাশকতা এড়াতে প্রধান প্রধান সড়কসহ অলিগলিতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। আমাদের শক্ত অবস্থানের কারণে জামায়াত-শিবির কর্মীরা মাঠে নামতে পারছে না।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার (১৩ মে) ভোর ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের ঘোষণা দেয় জামায়াত।
 
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা,  মে ১২, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।