ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্রের ভূমিকা পালন করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্রের ভূমিকা পালন করছেন

সাতক্ষীরা: যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

রোববার (১৫ মে) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী এসময় আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৯৯৬ সালে পুনরায় ক্ষমতায় আসে। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আওয়ামী লীগ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। শিক্ষার হার ৭০ এ উন্নীত হয়েছে। কিন্তু দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত থেমে নেই। সেই সঙ্গে বিএনপিও যোগ হয়েছে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে।

এ সময় মন্ত্রী দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-এক আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-চার আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

সভা শেষে মন্ত্রী সাতক্ষীরার ভোমরা বন্দরে শুল্কমুক্ত দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।