ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রিজার্ভ চুরি ঢাকতে সরকারের আসলাম নাটক’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৬
‘রিজার্ভ চুরি ঢাকতে সরকারের আসলাম নাটক’

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ও সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকা পাওয়ার ঘটনা ঢাকতেই সরকার বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতারের মাধ্যমে নাটক করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১৭ মে) বেলা সোয়া ১১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের  সমালোচনা করে রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার তাদের বিরোধিতার কথা শুনলেই চমকে উঠে। কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেজন্য সমালোচনা শুনলেই দিশেহারা হয়ে পড়ে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সত্যভাষী নির্ভীক একজন জননেতা।

রিজভী এসময় পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের গ্রেফতারের কথা উল্লেখ করেন। তিনি এসব ঘটনার নিন্দাও জানান।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর গোপন বৈঠক ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের খবর ছড়ানোর বিষয়ে রিজভী বলেন, সরকার পতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এখন কোনো ইস্যু তৈরি করে ঠেকানো যায় কিনা সে চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা ঘটেছে এবং জয়ের অ্যাকাউন্টে যে আড়াই হাজার কোটি টাকা ‍পাওয়া গেছে তা ঢাকতেই সরকার আসলাম চৌধুরীকে গ্রেফতার করে এমন নাটক বানিয়েছে।

বিএনপির এ নেতা বলেন, ইসরায়েলি ওই নাগরিক ব্যবসায়ী। তাকে ভারতই আমন্ত্রণ জানিয়েছে। তার সঙ্গে আসলাম চৌধুরীও একজন ব্যবসায়ী হিসেবে কথা বলেছেন। এরমধ্যে দোষ কোথায়?

রিজভী দাবি করেন, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে মোসাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে তাকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬/আপডেট ১২৪৫ ঘণ্টা
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।