ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে চেয়ারম্যানসহ ৬ জামায়াত নেতার জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
সিলেটে চেয়ারম্যানসহ ৬ জামায়াত নেতার জামিন নামঞ্জুর

সিলেট: বিস্ফোরক মামলায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বরখাস্ত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ আল হুসাইনসহ ৬ জামায়াত নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে বিচারক মো. মনির আহমদ পাটোয়ারী জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

সাইফুল্লাহ আল হোসাইন ছাড়া জামিন নামঞ্জুর হওয়া অন্যরা হলেন- ইমরুল ইসলাম বকুল, কামরুল ইসলাম আলতা মিয়া, আব্দুস সালাম, হাজি আশরাফ আলী ও জিয়াউল ইসলাম তুলন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০১টি ককটেল উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ১২ এপ্রিল ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাইফুল্লাহ আল হোসাইনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।