ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের সমস্যা সমাধানে বিদেশিদের মধ্যস্থতার প্রয়োজন নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
দেশের সমস্যা সমাধানে বিদেশিদের মধ্যস্থতার প্রয়োজন নেই  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের চলমান সমস্যা সমাধানে বিদেশিদের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। চলমান সমস্যা রাজনৈতিক দলগুলোই সমাধান করবে।

বিদেশিদের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হবে না।

বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর মুহুরী ও ধুমঘাট সেতু উদ্বোধনকালে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর আগমন সংম্পর্কিত সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে নবীন-প্রবীন সম্মিলন ঘটিয়ে ঢেলে সাজানো হবে। অপকর্মের সঙ্গে জড়িত কাউকেই দলের কোনো পদে স্থান দেওয়া হবে না।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী এ মহাসড়ক উদ্বোধন করবেন। এ মহাসড়কে মোট ২৩ সেতুর প্রকল্প ছিল। মুহুরী ও ধুমঘাট সেতু উদ্বোধন করার মাধ্যমে সবগুলো সেতুর কাজই সম্পন্ন হলো, উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরো জানান, ১৮৮ দশমিক ৬০ মিটারের মুহুরী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩৭ কোটি টাকা এবং ২৫১ দশমিক ৭০ মিটারের ধুমঘাট সেতু নির্মাণে ব্যয় হয়েছে  ৪০ দশমিক ৫০ কোটি টাকা।  
সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩তম মহুরী সেতু উদ্বোধন করতে এসে মন্ত্রী বলেন, মহাসড়কের দুই পাশে গাছ লাগানো হবে।

এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীলসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।