ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বড়াইগ্রামে দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত

নাটোর: সীমানা নির্ধারণের অভিযোগে দায়ের করা রিট-পিটিশনের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার রাতে এ সংক্রান্ত রায়ের কপি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ওই দুই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে ২২ এপ্রিল ওই দুই ইউনিয়নে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সম্প্রতি জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়নের কয়েকটি মৌজা বনপাড়া পৌরসভা অধিগ্রহণ করে। এরমধ্যে গত ২২ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে জোয়াড়ী ইউনিয়নে ফুলবার হোসেন ফকির এবং মাঝগাঁও ইউনিয়নে দুলাল হোসেন হাইকোর্টে রিট-পিটিশন দাখিল করেন।  

ওই রিট-পিটিশনের পরিপ্রেক্ষিতে ১১ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য ২২ এপ্রিল থেকে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়।  

তিনি আরও জানান, বুধবার রাতে ওই রায়ের কপি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর এবং উপজেলা কৃষি অফিসারের দপ্তরে পৌঁছেছে। এরভিত্তিতে কৃষি অফিসার রিটার্নিং অফিসার নির্বাচন স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করেন।

উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার (জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ) ইকবাল আহমেদ বাংলানিউজকে জানান, হাইকোর্টের দেওয়া ১১ মে রিট পিটিশনের কারণে নির্বাচন কমিশন (২১ এপ্রিল) জারি করা পরিপত্রের ০১ এর ২০ নং ক্রমিক অনুসারে জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়নে নির্বাচনী সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।