ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
মাগুরায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন তারা।

চেয়ারম্যানদের  শপথগ্রহণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। তিনি এসময় চেয়ারম্যানদের  শপথবাক্য পাঠ করান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লাইলা জলি।

এসময় বক্তব্য রাখেন-মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পংকজ কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী প্রমুখ।

পরে দুপুর ১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ। তাদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।