ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গফরগাঁওয়ে আ’লীগ বিদ্রোহী প্রার্থী সমর্থকদের উপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২৬, ২০১৬
গফরগাঁওয়ে আ’লীগ বিদ্রোহী প্রার্থী সমর্থকদের উপর হামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুলাল উদ্দিন আকন্দ (আনারস) ও তার কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে নৌক‍ার প্রার্থী মাসুদুজ্জামান ওরফে ডলার মাসুদের সমর্থকরা।

 

হামলায় দুলাল আকন্দের ১০ সমর্থক আহত হয়েছেন।

এর মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে ওই ইউনিয়নের ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুলাল আকন্দ অভিযোগ করে বলেন, তার ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের স্থানীয় নীতি নির্ধারকরা মনোনয়ন বাণিজ্য করে বিতর্কিত মাসুদুজ্জামান ওরফে ডলার মাসুদকে মনোনয়ন দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে ডলার মাসুদের সমর্থকরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ সময় তার কর্মী মনসুর, ফরিদ, হাসেমসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুলাল আকন্দ বলেন, সন্ত্রাসীদের হামলার মুখে অল্পের জন্য তিনি নিজে প্রাণে বেঁচে যান। ডলার মাসুদের পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। টাকা না দেওয়ায় তিনি নিজে মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

তবে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন দাবি করেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আর আহতের খবরটি তার জানা নেই।

এদিকে, গত মঙ্গলবার রাতে স্থানীয় চরমছলন্দ হাজীবাড়ি গ্রামে নৌকা মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের কর্মী বজলুর রহমানের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুলাল আকন্দের সমর্থকরা। ওইদিন দুপুরে পিয়াস নামে তার এ কর্মীকেও কুপিয়ে আহত করে দুলালের লোকজন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমএএএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।