ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নরসিংদীতে ৪ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
নরসিংদীতে ৪ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় দু’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রগুলো হলো- কাঁঠালিয়া ইউপির খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডৌকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনিশপুর ইউপির এম পি এন রেডিয়েন্ট কিন্ডার গার্টেন ও সোনারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া হাজিপুর মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে।

শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন হয় সদর উপজেলার ২ ইউনিয়নে।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।