ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি উল্লেখ করেন।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, বতর্মানে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার বিরোধীরা দেশকে ধ্বংসের জন্য চক্রান্ত করছে। তাই এখনই  আমাদেরকে মুক্তিয‍ুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক লায়ন হামিদুল আলম।

এছাড়া সংবাদ সম্মেলনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আহ্বায়ক লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান মো. মজিব উদ্দিন আহমেদ,বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ, সোনালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, রূপালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মো.ইফতিখার-উজ-জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য বাহালুল মজনুন চুন্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।