ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিঠামইনে আওয়ামী লীগ ৩, স্বতন্ত্র ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
মিঠামইনে আওয়ামী লীগ ৩, স্বতন্ত্র ৪

কিশোরগঞ্জ: ইউপি নির্বাচনে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় আওয়ামী লীগের তিন এবং আওয়ামী লীগের তিন বিদ্রোহীসহ চার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন|

শনিবার (২৮ মে) সকাল ৮টায় পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়।

এরপর ভোট গণনা শেষে এ তথ্য জানায় উপজেলা নির্বাচন কার্যালয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মিঠামইন সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শরীফ কামাল, ঘাগড়ায় আওয়ামী লীগ প্রার্থী মোসলেহ উদ্দিন, বৈরাটি ইউনিয়নে আওয়ামী লীগের শাহাব উদ্দিন বিজয়ী হয়েছেন। ঢাকী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুজিবুর রহমান, কেওয়ারজোর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন ও কাটখাল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।   এছাড়া গোপদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল হক বাচ্চু জয় লাভ করেছেন|

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।