ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আহত সাহাবুল ইসলাম ভুলন (২৮) মারা গেছেন।

সোমবার (৩০ মে) বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ভুলন উপজেলার চামটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

এদিকে, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার (২৮ মে) বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী তোজাম্মেল হক বিজয়ী হন। এরপর বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় ভুলনসহ একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবুল কালাম আজাদের ১৩ সমর্থক আহত হন। এসময় ভাঙচুর করা হয় ১০/১২টি বাড়ি-ঘর। আহতদের মধ্যে ভুলনসহ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ভুলন মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।