ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গফরগাঁওয়ে আ’লীগ কর্মীদের ওপর বিএনপি-জামায়াতের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
গফরগাঁওয়ে আ’লীগ কর্মীদের ওপর বিএনপি-জামায়াতের হামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার প্রার্থীর সমর্থনে পথসভা শেষ করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও ফাঁকা গুলি ছুড়েছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আহত হয়েছেন।



সোমবার (৩০ মে) দিনরাত সাড়ে ৮টার দিকে ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিন আহমেদের (মোটর সাইকেল) বাড়ির সামনে এ হামলা চালানো হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া রাত ১০টায় বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ওই ইউনিয়নের বামনখালী বটতলা এলাকায় নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন সাগরের ৪০-৫০ জন সমর্থক পথসভা শেষ করে বাড়ি ফিরছিলেন। এসময় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এতে কেউ গুলিবিদ্ধ না হলেও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী খান নামের একজন আহত হয়েছেন। তবে দলীয় নেতা-কর্মীরা দাবি করেন, এ ঘটনায় মোট ৩ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বাংলানিউজকে জানান, জামায়াত-শিবির বরাবরই নির্বাচনের বিরোধিতা করেছে। সেই ধারাবাহিতায় তারা নির্বাচন বানচাল করতে এ হামলা ও ফাঁকা গুলি চালিয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমএএএম/আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।