ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নতুন চমক কী, নেত্রী আর আমি জানি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
‘নতুন চমক কী, নেত্রী আর আমি জানি’

ঢাকা: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নেতৃত্বের ক্ষেত্রে কী চমক আসছে, সেটা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া আর কেউ জানেন না বলে সৈয়দ আশরাফ নিজেই মন্তব্য করেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অতিথি হয়ে আসা বিদেশি রাজনৈতিক নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম এমন মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবেন, সেটা আমি আর নেত্রী ছাড়া কেউ জানেন না। নতুন চকম কি থাকবে, সেটা শুধু আমরাই জানি। ’

তিনি বলেন, রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।

দলের নতুন সাধারণ সম্পাদক সম্পর্কে বিভিন্ন নামের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব স্লোাগান কাজে আসবে না। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।

বাংলাদেশ সময়: ০০০২ ঘন্টা, অক্টোবর ২১, ২০১৬
এসকে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।