ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সিরাজগঞ্জ বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিরাজগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে ৮১ নেতাকর্মীর জামিন বহাল রাখার আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান এ আদেশ দেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী এলাকায় পেট্রোল বোমায় পান ব্যবসায়ী গণেশ দাস নিহত হন।

এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে সদর থানার উপ-পরিদর্শ দুলাল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে জেলা বিএনপির শীর্ষ নেতাসহ ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগত্র দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে আদালত মামলার ৪৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।