ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রথমবার ভোট, উ‍ৎসবের আমেজ বিলুপ্ত ছিটমহলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
প্রথমবার ভোট, উ‍ৎসবের আমেজ বিলুপ্ত ছিটমহলে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: বাংলাদেশি নাগরিক হিসেবে প্রথমবারের মতো ভোটভাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষরা।
 
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দেবেন ১২টি বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা।

এ উপলক্ষে প্রথমবারের মতো নাগরিকত্বের অধিকার নিয়ে ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাওয়া বিলুপ্ত ছিটমহলবাসীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টায় ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার অন্তর্গত বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সুফিয়া খাতুন (২২), সোলায়মান আলী (৩৫) সহ আরো অনেকে জানায়, বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পছন্দমতো প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে তারা  গর্বিত।
 
বিলুপ্ত ছিট দাসিয়ারছড়ার অধিবাসী ও সাবেক পঞ্চায়েত প্রধান নজরুল ইসলাম (৬৫) জানান, বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দিতে পারবেন এর থেকে আর বেশি পাওয়া কি হতে পারে।

বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া লাগোয়া ফুলবাড়ী, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার ১০টি বিলুপ্ত ছিটমহল লাগোয়া পাথরডুবি, শিলকুড়ি ও ভুরুঙ্গামারী সদরে ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ২ উপজেলার ৬টি ইউনিয়নে ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোটারের মধ্যে ১২টি বিলুপ্ত ছিটের ২ হাজার ৯৯২ জন ভোটার বাংলাদেশি নাগরিক হিসেবে এবারই প্রথম ভোট দেবেন।

৬টি ইউপিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২০১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচন সুষ্ঠু করতে স‌ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।