ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোমবার ফেনীর ১১ ইউপিতে নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সোমবার ফেনীর ১১ ইউপিতে নির্বাচন

ফেনী: ফেনী সদর, ফুলগাজী ও পরশুরাম উপজেলার স্থগিত থাকা ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

সীমানা নিয়ে আইনি জটিলতা ও বিভিন্ন কারণে সদরের দুইটি, ফুলগাজীর ছয়টি ও পরশুরামের তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এসব ইউনিয়নের ৫টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন হতে যাওয়া ‌ইউনিয়নগুলো হলো, ফেনী সদরের বালিগাঁও ও ধর্মপুর ইউনিয়ন; ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, মুন্সিরহাট, জিএমহাট, আমজাদহাট, আনন্দপুর ও দরবারপুর ইউনিয়ন এবং পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও  বকসমাহমুদ ইউনিয়ন।

সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের অনেকের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।