ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় স্থগিত ৭ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ভোলায় স্থগিত ৭ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

ভোলা: ভোলায় স্থগিত দুই উপজেলার তিন ইউনিয়নের ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ৬ ও ৪, বাপ্তা ইউনিয়নের ২ ও ৬ এবং দৌলতখান উপজেলার ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কোথাও অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এবং দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রথম থেকে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ভোটে সংঘর্ষ প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।