ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুলগাজীর ২ ইউপিতে বিএনপি-জাসদ প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফুলগাজীর ২ ইউপিতে বিএনপি-জাসদ প্রার্থীর ভোট বর্জন

ফেনী: ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ও আমজাদহাট ইউনিয়নে অনিয়ম দুর্নীতির অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু আহমেদ বাবু ও আমজাদহাট ইউনিয়নের জাসদ ইনু সমর্থিত মসাল প্রতীকের প্রার্থী গোলাম জাব্বার পল্টু।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী আবু আহমেদ বাবু।


 
তিনি জানান, সকাল থেকেই সরকার দলীয় লোকজন কেন্দ্র দখল করে রেখেছেন, ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না।

অপরদিকে, সকাল ১১টার দিকে আমজাদহাট ইউনিয়নের জাসদ ইনু সমর্থিত মসাল প্রতীকের প্রার্থী গোলাম জাব্বার পল্টু একই অভিযোগে ভোট বর্জন করেন।

দুইজনেই এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল দাবি করেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

**
মুলাদী‌তে বিএন‌পি প্রার্থীর ভোট বর্জন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।