ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে আ.লীগ ৪ ও বিএনপি ২ ইউপি’তে বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
চাঁদপুরে আ.লীগ ৪ ও বিএনপি ২ ইউপি’তে বিজয়ী

চাঁদপুর: চাঁদপুরে পূর্ণাঙ্গ তফসিলে সদর উপজেলার বালিয়া, স্থগিত হওয়া ফরিদগঞ্জ, শাহরাস্তি ও সদর উপজেলার কল্যানপুর, চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৪ ও বিএনপির ২ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) স্থগিত হওয়া ১৭ কেন্দ্র ও পূর্ণাঙ্গ নতুন তফসিলে সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সদর উপজেলার স্থগিত হওয়া চান্দ্রা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের খান জাহান আলী কালু পাটওয়ারী, কল্যাণপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নে বিএনপির বাছির হোসেন, শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিএনপির সেলিম পাটওয়ারী লিটন, চিতশী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের আবু ইউসুফ পাটওয়ারী এবং পূর্ণাঙ্গ তফসিলে সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের তাজুল ইসলাম মিয়াজী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।