ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চন্দ্রঘোনায় ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
চন্দ্রঘোনায় ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি ও জালভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী জাকির হোসেন। 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি ও জালভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী জাকির হোসেন।  

শনিবার (১২ নভেম্বর) দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এর আগে সকাল ৮টায় ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।  

চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী জাকির হোসেন ব্যাপক কারচুপি ও জালভোটের অভিযোগ এনে ভোটবর্জন করেছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীক) আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিএনপি সমর্থিত (ধানের শীষ প্রতীক) জাকির হোসেন, ইসলামী আন্দোলনের (হাত পাখা প্রতীক) মো. হারুন-উর-রশীদ ও স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) ইব্রাহীম হাবিব মিলু।

৯ ওয়ার্ডে মেম্বার পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৫৪০ জন।

সীমানা জটিলতার কারণে এর আগে নির্ধারিত সময়ে রাঙামাটির চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।