ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। আমাদের সমস্ত চেতনাকে বিলুপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ পরিবেশ থেকে দেশ ও জাতিকে বের করে আনতে হবে।

তিনি আরও বলেন, যুবদলের একটা অতীত ইতিহাস রয়েছে। আর তা হলো গণতন্ত্রকে ছিনিয়ে আনা, সত্যকে সত্য বলার ইতিহাস। যুবদলই পারবে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে।

এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি. কস্তা, সহ সভাপতি ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সহ সভাপতি পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।