ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগই গণতন্ত্রে বিশ্বাস করে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আওয়ামী লীগই গণতন্ত্রে বিশ্বাস করে না বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই গণতন্ত্রের চর্চা করে না।

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই গণতন্ত্রের চর্চা করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের জন্য আওয়ামী লীগকেই দায়ী করে মির্জা ফখরুল বলেন, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর শেষে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।