ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে।

ঢাকা: কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে।

 

কাস্ত্রোর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির নেতারা তিনদিনের শোক পালন করছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় ৩০ মিনিটে শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শোক সভার মাধ্যমে পাটির কর্মসূচি শেষ হবে।

রোববার (২৭ নভেম্বর) পাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড হাজেরা সুলতানা, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এনামুল হক এমরান, কমরেড দীপঙ্কর সাহা দীপু, কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড জাকির হোসেন রাজু, ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন, কমরেড জাহাঙ্গীর আলম ফজলুসহ নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।

এ সময় রাশেদ খান মেনন বলেন, ফিদেল কাস্ত্রো কেবল তার দেশের নেতাই ছিলেন না, অন্য দেশের নিপীড়িত মানুষের সংগ্রামে তাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার নিঃশর্ত সমর্থন এবং একেবারে প্রথম পর্যায়েই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘটনা এদেশের মানুষ চিরকাল স্মরণ করবে। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সাম্রাজ্যবাদের অবরোধের বিরুদ্ধে তার নেতৃত্বে কিউবার জনগণের অসমসাহসী লড়াই এক অনন্য ইতিহাস।

দুপুরে ওয়ার্কার্স পার্টির নেতারা বনানীস্থ কিউবার অনারারি কনসাল জেনারেল কার্যালয়ে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।