ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্প্রতি হাঙ্গেরী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রকারীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

ঢাকা: সম্প্রতি হাঙ্গেরী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রকারীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

শনিবার (০৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তরা বলেন,  শেখ হাসিনাকে এর আগে ১৯ বার হত্যা চেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে তিনি বারবার বেঁচে গেছেন। বঙ্গবন্ধু কন্যার ওপর বারবার আঘাত এসেছে, প্রতিবারই তিনি বেঁচে গেছেন। কিন্তু অনেক নেতাকর্মীই প্রাণ হারিয়েছেন। একুশ আগষ্ট গ্রেনেড হামলার এখনো বিচার হয়নি। এমন অনেক হামলাকারীদের বিচার হয়নি বাংলার মাটিতে। ওই হামলাকারীরাই এখনো শেখ হাসিনাকে হত্যার নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছ।

তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।