ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

মায়ানমার অভিমুখে লংমার্চে বাধা দেওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে।

ঢাকা: মায়ানমার অভিমুখে লংমার্চে বাধা দেওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলীর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুরে দলটির নেতাকর্মীরা বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে ফের বায়তুল মোকাররমে ফিরে যায়।

এ সময় নেতাকর্মীরা মায়ানমারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং লংমার্চে বাধা দেওয়ায় সরকারের সমালোচনা করেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদ মো. সালমান, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ইমাম উদ্দিন প্রমুখ।

 বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এসটি/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।