ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি ছাত্রলীগ কর্মী মো. বাঁধন ও রেদওয়ান হোসেন পিয়াস

লক্ষ্মীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের দুই নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের দুই নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- পৌর ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী মো. বাঁধন এবং লক্ষ্মীপুর কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন পিয়াস।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, বাঁধন ও পিয়াস দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে ছাত্রলীগের ভাবমূর্তির ওপর প্রভাব পড়ে। এ কারণে সাংগঠনিকভাবে তাদের দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।