ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
 গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সরকার আতা (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা: গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সরকার আতা (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, জেলা সদরসহ ছয় উপজেলার ১৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আতাউর রহমান সরকার আতা ভোট পেয়েছেন ৩৮৮ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সৈয়দ শামস্-উল-আলম হিরু (তালগাছ প্রতীক) পেয়েছেন ৩৭০ ভোট।

এর আগে, সকাল ৯টা থেকে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। জেলায় এক হাজার ১১৭ জন ভোটার ভোট দেন।  

এদিকে, সাধারণ সদস্য পদে দুই প্রার্থীর প্রার্থিতার বৈধতা নিয়ে আইনি জটিলতা থাকায় সাদুল্যাপুর উপজেলার আট নম্বর ও গোবিন্দগঞ্জ উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।