রোববার (০১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ফখরুল বলেন, ‘দেশ এখন দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের দখলে।
ফখরুল আরও বলেন, ‘দুস্কৃতকারীরা যদি রাষ্ট্রীয় আনুকূল্য না পায়, তাহলে তাদের পক্ষে কখনোই মাথাচাড়া দিয়ে ওঠা অথবা বেপরোয়া হওয়া সম্ভব নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য লিটনকে কাছ থেকে গুলি করে হত্যা প্রমাণ করে, সন্ত্রাসীরা দেশের আইন-কানুনকে পরোয়া করে না এবং তারা ভয়ানক দুর্ধর্ষ’।
অবিলম্বে এমপি লিটনের হত্যাকারী দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং নিহতের জন্য গভীর শোক ও তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরআইএস/এএসআর