জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, এ সরকারের হাত থেকে রক্ষা পেতে ঐক্যের বিকল্প নেই।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদের অভিযোগে কাউকে তদন্ত করে আদালতে পাঠানো হয়েছে- এমন একটি ঘটনাও আমার জানা নেই। তদন্তের আগেই এদের হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, এতো নির্যাতন সহ্য করে একটি লক্ষ্যেই আমরা আন্দোলন করে যাচ্ছি। তা হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, যে দেশে দুবৃত্তরা ঘরে ঢুকে গুলি করছে, সে দেশের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা বোঝাই যাচ্ছে। দয়া করে নির্বাচন দিয়ে আপনারা (আওয়ামী লীগ) দেশ থেকে সরে যান। তা না হলে জাতিকে বাঁচাবার আর কোনো উপায় নেই।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, আহসান হাবিব লিঙ্কন, পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম এস শামীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জেডএফ/এএ