আহতরা হলেন- জেলা বিএনপির যুগ্মসম্পাদক শাহ শিব্বির আহম্মেদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাহাবুব।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মৌন মিছিল শেষে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সকাল থেকেই নগরীর নতুন বাজারের দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এ সময় পূর্ব ষোষিত কালো পতাকা মিছিলের জন্য দুপুরে এমরান সালেহ প্রিন্সের নেতৃতে জেলা বিএনপির নেতারা দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীসহ মৌন মিছিল নিয়ে জেলা স্কুল মোড়ে আসেন। এ সময় টাইন হল এলাকা থেকে কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দের নেতৃত্বে একটি মিছিল সেখানে যোগ দিলে প্রিন্স নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, ৫ জানুয়ারি আসলেই বর্তমান অনৈতিক সরকারের হৃদকম্পন শুরু হয়ে যায়। তাদের ভেতরের দুর্বলতা ফুটে উঠে। বৃহস্পতিবার বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকলেও পুলিশ বিএনপি অফিস খুলতে দেয়নি। এটি গণতান্ত্রিক দেশের কলঙ্কজনক অধ্যায়।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমএএএম/এসআরএস/টিআই