ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাটোরে শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
নাটোরে শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নাশকতা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি।

রোববার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কাফুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুল ইসলাম উপজেলার পাইকপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।

তিনি ১৯৯৪-৯৫ সালে নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় রাজশাহীতে কর্তব্যরত শহর উপ পরিদর্শক (টিএসআই) জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়।

এ ঘটনায় রাজশাহীতে পুলিশ বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলাসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন থানায় জামায়াত নেতা রফিকের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার কাফুরিয়ায় ইউনিয়নের নিজ গ্রাম পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।