ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাসী

কুষ্টিয়া: ‘ইভিএম পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি’ -দলটির নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাসী। এজন্য তারা ইভিএম পদ্ধতিতে নির্বাচন চায় না।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিএনপি গুলশান কার্যালয় থেকে জ্বালাও পোড়াওয়ের ডাক দিয়ে মানুষ হত্যা করেছে। তাই তারা জোরগলায় কোনো কিছু বলার অধিকার রাখে না।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
‍এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।