ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় শনিবার অর্ধদিবস হরতাল, ৪দিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১৭
খুলনায় শনিবার অর্ধদিবস হরতাল, ৪দিনের কর্মসূচি

খুলনা:  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে চার দিনের কর্মসূচি দিয়েছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। এরমধ্যে শনিবার (২৭ মে) পুরো জেলাজুড়ে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৬ মে) জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

কর্মসূচির মধ্যে রয়েছে, আজ (শুক্রবার) মহানগর ও জেলার দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শনিবার জেলাজুড়ে অর্ধদিবস হরতাল, রোববার শোক সভা-দোয়া মাহফিল ও সোমবার মহানগর বিএনপির কার্যালযের সামনে সমাবেশ ও শেষ দিন বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি পেশ।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা সভাপতি এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে নিজ ব্যবসায়িক কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠু ও তার দেহরক্ষী নওশের।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।