ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ দলকে খালেদার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
বাংলাদেশ দলকে খালেদার অভিনন্দন

ঢাকা: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (৯ জুন) দিনগত রাতে ইংল্যান্ডের কার্ডিফে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পরপরই এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, ফিজিও এবং সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা জানান তিনি।

বিশেষ করে দুই সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন খালেদা।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, তারাবি নামাজের পর নিজ বাসায় বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যেকার খেলা উপভোগ করেন খালেদা জিয়া। এ সময় বাংলাদেশের ব্যাটিং নৈপুণ্য দেখে অভিভূত হন তিনি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে টিম বাংলাদেশ।

এ জয়ের ফলে শেষ চারে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ। শনিবার (১০ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ইংল্যান্ড জয় পেলেই দলটির সঙ্গে শেষ চারে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে বাংলাদেশের বিদায়।

তবে কোনো কারণে ম্যাচ পরিত্যাক্ত হলে বা পয়েন্ট ভাগাভাগি হলে নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশই সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।