ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২ দিনব্যাপী ছাত্রলীগের বর্ধিত সভা শুরু রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
২ দিনব্যাপী ছাত্রলীগের বর্ধিত সভা শুরু রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: সারা দেশের ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের নিয়ে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে রোববার (১১ জুন)।

শনিবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি সাইফুর রহমান সোহাগ।

১১ ও ১২ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা গত বছর জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যস্ততা সত্বেও নিয়মিত বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা করেছি। এবারও ১১ ও ১২ জুন আমাদের নিয়মিত এ প্রশিক্ষণ কর্মসূচি করবো।  

দুই দিনব্যাপী এ বর্ধিত সভায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক পরামর্শ থাকবে। থাকবে একজন ছাত্রনেতার চারিত্রিক গঠন, ব্যক্তিত্ববোধ সৃষ্টিসহ বিভিন্ন দিক নির্দেশনা।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রনি, আদিত্য নন্দী, আল-আমিন, মাকসুদ রানা মিঠু, মশিউর রহমান শরিফ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।