ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবলীগের ইফতারে উন্নয়নের খতিয়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
ময়মনসিংহে যুবলীগের ইফতারে উন্নয়নের খতিয়ান ময়মনসিংহে যুবলীগের ইফতার ও আলোচনাসভা, ছবি- অনিক খান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ইউনিয়ন যুবলীগের একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মো: ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত আকুয়া ও বয়ড়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন’ শীর্ষক ওই আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি।  

টিটু বলেন, এক সময় ময়মনসিংহ ছিল জলাবদ্ধতার নগরী।

এখন সেই দৃশ্য নেই। নগরবাসীর এক নম্বর এ সমস্যা নিরসনে ৭০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণ করা হয়েছে।

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস গোলচত্বরে এই আয়োজনে  
যুবলীগ নেতা খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান।  

পরে ইফতার মাহফিলে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।  

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, দেশের কোন সিটি কর্পোরেশনের বাইরে প্রথমবারের মতো জলাবদ্ধতা দূরীকরণের জন্য আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করা হয়েছে।  

তিনি বলেন, আগে ময়মনসিংহে ফুটপাত ছিল না। এখন ফুটপাত হয়েছে। এছাড়াও শতাব্দী-প্রাচীন বিপিন পার্ক ছিল পরিত্যক্ত। সেই বিপিন পার্ককে আধুনিকায়ন করা হয়েছে। শিল্পাচার্য জয়নুল উদ্যানকে নয়নাভিরাম হিসেবে গড়ে তোলা হয়েছে।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করারও আহবান জানান তিনি।

বাংলাদেশ সময় ২২৫৭ ঘন্টা, জুন ১৫, ২০১৭ 
এমএএএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।