ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাক্ষী রি-কলের আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
সাক্ষী রি-কলের আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষী রি-কলের আবেদন খারিজ করে দেওয়া বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  

মামলাটির ৫ জন সাক্ষীকে পুন:জেরা (রি-কল) করতে আবেদন জানিয়েছিলেন প্রধান আসামি খালেদা জিয়া। গত ০৮ জুন আবেদনটি খারিজ করে দেন ঢাকার বিশেষ জজ-৫ ড. আকতারুজ্জামানের আদালত।

ওই আদেশের বিরুদ্ধে বুধবার (২১ জুন) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিশন আবেদনটি করেন খালেদার আইনজীবী জাকির হোসেন। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর এ আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।