ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৪৫) নামে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) বিকেলে আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শহিদুল ইসলাম উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদ আলীর ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকাণ্ডে শহিদুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির ২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।