ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপালে কয়লাভিত্তিক প্রকল্প করতে দেয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
রামপালে কয়লাভিত্তিক প্রকল্প করতে দেয়া হবে না বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-বাংলানিউজ

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপালের সুন্দরবনে কয়লাভিত্তিক প্রকল্প করতে দেওয়া হবে না। এসময় তিনি সরকারকে এ প্রকল্প সরিয়ে নেওয়ারও কথা বলেন।

শনিবার (৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদগাঁহ্ ময়দানে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে অনুরোধ তিনি করেন।

এসময় তার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র সমালোচনাও করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭

টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।