ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পার্বত্য সমস্যা নিরসনে জাতীয় কনভেনশন ডাকার আহবান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
পার্বত্য সমস্যা নিরসনে জাতীয় কনভেনশন ডাকার আহবান রাঙ্গামাটি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজমুল হুদা

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যা নিরসনে সশস্ত্র বাহিনী, প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে জাতীয় কনভেনশন ডাকতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির সাবেক নেতা ও বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ) চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

তিনি লংগদুর অগ্নিকাণ্ড ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রোববার (০৯ জুলাই) দুপুরে রাঙ্গামাটির স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।

তিনি বলেন, পাহাড়ে একের পর এক ইস্যু সৃষ্টি করে স্বার্থান্বেষী একটি মহল দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও স্বার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে রয়েছে।

তাই দেশের অখণ্ডতা রক্ষা করতে সরকারকে বিশেষ কর্মসূচি নিয়ে পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হতে হবে। তা না হলে পার্বত্য সংকট আরো জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি লংগদুর ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেয়া  এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির মহাসচিব মোহাম্মদ শাহজাহান সাজু, তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুনসহ তৃণমূল বিএনপির নেতা ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।