ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু- ছবি: বাংলানিউজ

যশোর: দীর্ঘ ১০ বছর পর শুরু হয়েছে যশোর জেলা ছাত্রলীগের ১৭তম সম্মেলন।  সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় শহরের ঈদগাহ ময়দানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

 

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী।

উপস্থিত আছেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সহ সভাপতি নিয়ামত উল্লাহ।

দীর্ঘ ১০ বছর পর আয়োজিত জেলা সম্মেলনে যেমন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তেমনি উদ্বেগ উৎকণ্ঠাও আছে। স্থানীয় আওয়ামী লীগে দু’টি গ্রুপ সক্রিয় রয়েছে। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী গ্রুপ দু’টির ১৮ জন সভাপতি ও ২২ জন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এসব প্রার্থীরা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় নিজেদের প্রার্থিতা জানান দিতে পোস্টার-প্যানাসাইন টানিয়েছেন। কাউন্সিলরদের কাছে হাজির হয়ে নিজের পক্ষে দোয়া ও সমর্থন চাইছেন। তবে নতুন নেতৃত্ব নির্বাচন নাকি মনোনয়নের মাধ্যমে নির্ধারিত হবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

বিগত সম্মেলনে সহিংসতা হওয়ায় এবার সতর্ক সবাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্মেলন করতে আয়োজক ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
বিএস/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।