ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় সরকার হতাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় সরকার হতাশ আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ছবি: হারুন-বাংলানিউজ

ঢাকা: বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ নিশ্চিত হয়নি বলেই আওয়ামী লীগের এতো হতাশা ও ক্ষোভ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১০ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুক্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় গতকাল (৯ জুলাই) সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আসলে তাদের কাছে ৭২ এর সংবিধান বিষয় নয়। তারা চেয়েছিলো বিচার বিভাগকে নিজেদের মতো করে নিতে। চেয়েছিলো বিচারপতিদের ওপর হস্তক্ষেপ করতে। তাতে ব্যর্থ হওয়ায় তাদের এতো ক্ষোভ, হতাশা।

তিনি বলেন, ১৪ দলীয় মহাজোটের অনেক নেতা সংসদে বলেছেন সংবিধানের বেসিক থেকে সরা যাবে না। আমি সেই চাটুকার নেতাদের বলবো, ৭২ এর সংবিধান আওয়ামী লীগ নষ্ট করে যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো তখন আপনারা কোথায় ছিলেন। তখন যদি কথা না বের হলে এখন বের হচ্ছে কেন?

তিনি আরও বলেন, জাসদের এক নেতা কাল সংসদে সংবিধানের বেসিক নিয়ে অনেক কথা বলেছেন। আমি তাকে বলতে চাই, সংবিধান কি ধ্রুবতারা, যে পরিবর্তন করা যাবে না? দেশ ও জাতীয় স্বার্থে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্যবার পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদী ও ক্ষমতালোভীদের জন্য সংবিধান ধ্রুবতারা।

সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। বলেন, নিরাপত্তার অজুহাতে মানববন্ধন করতে দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এতো শঙ্কা থাকতো না।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডেকেছিলো আসলাম চৌধুরী মুক্তি পরিষদ। যেখানে রুহুল কবির রিজভীর প্রধান অতিথি থাকার কথা ছিলো। কিন্তু পুলিশ অনুমিত না দেওয়ায় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে আলোচনা সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।