ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা রাজনীতিকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রনায়ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
শেখ হাসিনা রাজনীতিকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রনায়ক বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: জিএম মুজিবুর

ঢাকা : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। যোগ্য পিতার যোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

তিনি রাজনীতিকের সীমানা অতিক্রম করে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন। একজন রাজনীতিবিদ চিন্তা করেন, পরবর্তী নির্বাচন নিয়ে, আর রাষ্ট্রনায়ক চিন্তা করেন পরবর্তী প্রজন্ম নিয়ে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ওবায়দুল কাদের। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সভার আয়োজন করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। তিনি মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন তিনি বিশ্ব মানবতার বাতিঘর। লাইট হাউজ অব ওয়ার্ল্ড হিউম্যানিটি। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি যে বক্তৃতা করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে যে ৫ দফা প্রস্তাব দিয়েছেন, সারা বিশ্বে সেটা প্রশংসিত। জাতিসংঘ তার বক্তৃতা, তার ভূমিকা গ্রহণ করেছে।  

বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  ছবি: জিএম মুজিবুর
ক্ষমতাসীন দলের এ দ্বিতীয় প্রধান নেতা বলেন, আমরা আশা করছি রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, যুক্তিসংঙ্গত সমাধান বেরিয়ে আসবে। রাশিয়া ও চীন রোহিঙ্গা সমস্যা উপলব্ধি করে আমাদের প্রতি সংহতি জানিয়েছে। এই সমস্যা সমাধানে জাতিংঘের নিরাপত্তা পরিষদ আজকে সমন্বিত প্রস্তাব নেবে, বাংলাদেশের জনগণের এটাই প্রত্যাশা।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা তার জন্মদিনে আনন্দ উৎসব না করার নির্দেশ দিয়েছেন। কেক কাটা হবে না, আনন্দ উৎসব হবে না। এসব উৎসবে ব্যয়ের সমপরিমাণ অর্থ রোহিঙ্গাদের সাহায্যের জন্য আমরা দেবো, এটা নেত্রীর নির্দেশ। তিনি তার জন্মদিনের উৎসব রোহিঙ্গাদের জন্য উৎসর্গ করেছেন।  

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, আজ শেখ হাসিনার জন্মদিন। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি শুভ দিন। কারণ শেখ হাসিনার নেতৃত্বেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে চলেছে আমাদের বাংলাদেশ। আর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে চলছিল। খালেদা জিয়া দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিলেন। আজ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সর্বনাশ, আর বিএনপি-জামায়াত-শিবিরের পৌষ মাস। তাই এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।   

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।  

এসময় মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। ওবায়দুল কাদের এই কর্মসূচির উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭ 
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।