ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আলালের বিরুদ্ধে অভিযোগ গঠনের নিন্দা ফখরুলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
আলালের বিরুদ্ধে অভিযোগ গঠনের নিন্দা ফখরুলের

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (অক্টোবর ০৩) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন প্রতিবাদী, তখন সরকার আরো হিংস্ররূপ ধারণ করেছে।

এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলায় চার্জ গঠনের ঘটনা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী রূপের আরো একটি বহিঃপ্রকাশ।

পাশাপাশি তিনি ফেনীর ছাত্রদল নেতা কপিল উদ্দিন বাপ্পীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানান।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।