ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২৮ জন গ্রেফতার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২৮ জন গ্রেফতার  

নোয়াখালী: নাশকতার মামলায় নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চালানো ওই বিশেষ অভিযানে জেলা সদর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

আটকদের মধ্যে জেলা যুবদলের সভাপতি মাহবুল আলম আলো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন, সেনবাগ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নজির আহমদের নাম পাওয়া গেছে।

 

জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানায়, নোয়াখালীর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের ১৪ জন, বেগমগঞ্জ উপজেলায় শিবিরের ৯ কর্মী ও সেনবাগে ৫ জামায়াত শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন সময় নাশকতা ও সহিংসতা সৃষ্টির ঘটনায় একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।