ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বরিশালে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে চেক বিতরণ বরিশালে সেচ্ছাসেবী মহিলা সংগঠনকে চেক বিতরণ

বরিশাল: বরিশাল বিভাগের ৯৭টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে বাৎসরিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউসে মিলানায়তনে মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

মহিলা বিষয়ক অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমশনার মো. শহিদুজ্জামান।

 

বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আওয়ামী লীগ নেতা হোসেন চৌধুরী প্রমুখ।

৯৭টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় জেলা পর্যায়ে ১২টি সংগঠনকে ৩৫ হাজার টাকা করে এবং বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫টি সংগঠনকে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ১৮ লাখ ১৫ হাজার টাকার অর্থ সহায়তার এ চেক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।